Home বঙ্গ সেপ্টেম্বরে লকডাউন কবে ? জানালেন মুখ্যমন্ত্রী

সেপ্টেম্বরে লকডাউন কবে ? জানালেন মুখ্যমন্ত্রী

by banganews

কলকাতা, ২৬ অগাস্ট, ২০২০ঃ  প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই অগাস্টের মত সেপ্টেম্বরেও সপ্তাহের নির্দিষ্ট দিনে বাংলায় সম্পূর্ণ লকডাউন জারি থাকবে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ লকডাউন জারি থাকবে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে, আর লকডাউন জারি করা হবে কি না। করা হলে পরে তারিখ ঘোষণা করা হবে।”

আরও পড়ুন মমতার ডাকে ফের একই বৈঠকে বিরোধীরা, থাকবেন সোনিয়া গান্ধী, অনিশ্চিত উদ্ধব ঠাকরে

 

করোনা সংক্রমণ রুখতে মার্চের শুরুতেই লকডাউন জারি হয়েছিল দেশে। কিন্তু আনলক পর্যায়ে সংক্রমণের হার বৃদ্ধি পায় । তাই স্থির করা হয়, প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজ্যে জারি থাকবে কমপ্লিট লকডাউন।

এবার থেকে সপ্তাহে তিনদিন করে বিমান চালু করা যেতে পারে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বলেন, “সমস্ত নিয়ম মেনে ধীরে ধীরে এবার মেট্রো চালানোর কথা ভাবা যেতে পারে।” লোকাল ট্রেনের বিষয়েও আলাপ-আলোচনার মাধ্যমে ধীরে ধীরে পরিষেবা শুরু করার কথা বলেন মুখ্যমন্ত্রী।

You may also like

Leave a Reply!