Home দেশ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইন্সটাগ্রাম সবই অচল

হোয়াটসঅ্যাপ ফেসবুক ইন্সটাগ্রাম সবই অচল

by banganews

একইসাথে ব্যহত ফেসবুক, হোয়াটস্যাপ, ইন্সটাগ্রাম৷ বিশ্বের কয়েক কোটি মানুষ এই অনলাইন বিভ্রাটের মুখে৷ সোমবার রাত ৯ টার পর থেকেই আচমকা হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছিল না। ইন্টারনেট অন থাকলেও মেসেজ ছবি ভিডিও সবই আটকে গেছিল৷ আচমকা মনে হয় হোয়াটস্যাপের সমস্যা৷

বাঙালির গ্রেট ফেস্টিভ্যালে গ্রেট সেল!

ডাউন ডিটেক্টর এর তরফে জানানো হয় রাত ৯ টা ২৩ মিনিট পর্যন্ত হোয়াটস্যাপ নিয়ে ১৮,৩৩৯ টি অভিযোগ জমা পড়েছে৷  আপাতত বিশ্বের বিভিন্ন প্রান্তে নেটনাগরিকদের ইন্সটাগ্রাম, ফেসবুক খুলছে না৷ অ্যাকাউন্ট খুলতে গেলে পেজ লোড হচ্ছে না৷ রাত ৯ টা ১৩ এর মধ্যে ফেসবুক নিয়ে ৮৬,৫১৫ টি অভিযোগ জমা পড়েছে৷

You may also like

Leave a Reply!