Home পুজোর গল্প সুখ সমৃদ্ধি কামনায় ছটী মাইয়াকে অর্ঘ্যপ্রদান

সুখ সমৃদ্ধি কামনায় ছটী মাইয়াকে অর্ঘ্যপ্রদান

by banganews

কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত হয় ছট বা ছঠ যা আদতে  ষষ্ঠী নামের অপভ্রংশ। সূর্য্যোপাসনা করা হয়৷ লৌকিক উৎসবটি পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়৷ কোনও মূর্তি পূজা করা হয় না।  সূর্য্য ও তার পত্নী ঊষার (ছটী মাঈ) প্রতি অর্ঘ্য সমর্পিত হয়।  পৃথিবীতে জীবনস্রোত বহমান রাখার জন্য ধন্যবাদ জানানো হয় আর আশীর্বাদ প্রার্থনা করা হয়৷

কখন ছট পালিত হয়?

কার্তিক মাসের অমাবস্যায় দীপাবলি পালিত হয়৷ ঠিক তারপর কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী এইসময় চলে ছটী মাইয়ার পুজো৷সবচেয়ে কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত্রি হল কার্তিক শুক্লা ষষ্ঠী। এটি বছরে দুবার পালিত হয় — প্রথমবার চৈত্র মাসে (চৈতী ছট) এবং দ্বিতীয়বার কার্তিক মাসে (কার্তিকী ছট)। পারিবারিক সুখ-সমৃদ্ধি লাভের জন্য এটি পালন করা হয়। নারী-পুরুষ উভয়েই উৎস…

You may also like

Leave a Reply!