Home বঙ্গ দিল্লিতে নতুন করে করোনা-আতঙ্ক, নিয়ন্ত্রণে বাংলার কোভিড গ্রাফ, সুস্থ প্রায় ৯৯ শতাংশ

দিল্লিতে নতুন করে করোনা-আতঙ্ক, নিয়ন্ত্রণে বাংলার কোভিড গ্রাফ, সুস্থ প্রায় ৯৯ শতাংশ

by banganews

দিল্লিতে নতুন করে চোখ রাঙাচ্ছে মারণ করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় প্রায় ৯০ শতাংশ বেড়েছে সংক্রমণ। বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যাও। তবে দিল্লির পরিস্থিতি উদ্বেগজনক হলেও বর্তমানে বাংলার কোভিড গ্রাফ নিয়ে বিশেষ দুশ্চিন্তার কারণ নেই।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেটও কমে হয়েছে ০.৩০ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৮২৩ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। সূত্র বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩৮ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৩৩৩ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ২৬৬ জন। হাসপাতালে ভর্তি ২৪ জন করোনা আক্রান্ত।

রাজ্যে এবার বহু কর্মী নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

গত বেশ কয়েকদিন ধরে বাংলা করোনায় মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টাতেও রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ২০০ জন। কোভিডবিধি উঠে গেলেও অবশ্য সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৫ হাজার ৬৮২ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৯ লক্ষ ৩৭ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৬ হাজার ৬১১ জন।

You may also like

Leave a Reply!