Home বিনোদন নতুন বছরের শুরুতেই সানাইয়ে মুখরিত হবে টলিউড

নতুন বছরের শুরুতেই সানাইয়ে মুখরিত হবে টলিউড

by banganews

টলিউডে বিয়ের মরশুম৷ মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায় ওরফে রানী রাসমণির মথুরবাবু বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, পাত্রী তাঁর বান্ধবী দেবলীনা কুমার। ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান হবে৷ আগামী বছরের মার্চ মাসে দেবলীনা গৌরবের গ্র্যান্ড রিসেপশন। আগামী বছর 4 ফেব্রুয়ারি কৃষ্ণকলির নিখিল আর খরকুটোর গুনগুন এর বিয়ে৷ অর্থাৎ তৃণা সাহার সঙ্গে আগামী বছরই চার হাত এক হবে নীলের৷ ১৪ ই ফেব্রুয়ারি রিসেপশন পার্টি। মধুচন্দ্রিমায় বিদেশে পাড়ি দেবেন।

নতুন বছরেই ব্লক হতে পারে আপনার এটিএম কার্ড!

বহু বছরের প্রেম খুনসুটি শেষে বিয়ে করছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য কে বিয়ের শুভেচ্ছা জানিয়ে অঙ্কুশ নিজের বিয়ের ঘোষণাটি করে ফেলেছেন। জীবনসাথী ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা রুদ্রজিত বধূবরণ এর কনক ওরফে প্রমিতাকে বিয়ে করছেন। ২০২১ এ তাদের আইনি বিয়ে.বিয়ে করতে চলেছেন ত্রিনয়নী ধারাবাহিকের গৌরব শ্রীমা। বিয়ের আগে দুজনেই থাইল্যান্ড ভ্রমণ করে ফেলেছেন। তারিখ এখনো ঠিক হয়নি। দিনক্ষণ স্থির হলেই তা অবশ্যই তিনি জানালেন তাঁর ভক্তদের।

You may also like

Leave a Reply!