Home আবহাওয়া পুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া?

পুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া?

by banganews

কলকাতা ১৪ অক্টোবর ২০২০

হাতে বাকি আর মাত্র কদিন, তারপরই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। করোনা আবহে তাণ্ডব চালিয়েছে আমফান। পুজোর মুখেই ধেয়ে আসছে গতি। পুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া?
দুর্গাপুজোতে করোনাসুরের সঙ্গে বৃষ্টির আগমন হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছে মানুষজন। আবহাওয়া দপ্তর যদিও জানিয়েছে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷

আরো পড়ুন – আজ বুধবার, কেমন কাটবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল

গতি বাংলায় আছড়ে না পড়লেও আবহাওয়া দফতর জানিয়েছিল ভারী বৃষ্টির সম্মুখীন হবে কেরালা উপকূল, অন্ধ্র উপকূল এবং কর্ণাটক উপকূল।

আজ সকাল থেকেই শহরের আকাশে রোদ ঝলমলে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম রয়েছে৷ আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বিনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

You may also like

Leave a Reply!