Home দেশ “আগে মিথ্যাচার দূর করতে হবে”, স্বচ্ছ ভারত অভিযান নিয়ে মোদীকে নিশানা রাহুলের

“আগে মিথ্যাচার দূর করতে হবে”, স্বচ্ছ ভারত অভিযান নিয়ে মোদীকে নিশানা রাহুলের

by banganews

নয়াদিল্লি, ৯ ই অগাস্ট, ২০২০ : প্রধানমন্ত্রী আগামী এক সপ্তাহ স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা করেছেন। পাল্টা বিবৃতিতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল গান্ধি। শনিবার প্রধানমন্ত্রীর ট্যুইট শেয়ার করে তিনি লেখেন, স্বাধীনতা দিবস পর্যন্ত স্বচ্ছতার এই অভিযান দেশে মিথ্যাচার দূরীকরণের মাধ্যমে শুরু হওয়া উচিত। ট্যুইটে রাহুলের প্রশ্ন, “প্রধানমন্ত্রী কি ‘সত্যাগ্রহ’ শুরু করে সীমান্তে চিন অনুপ্রবেশের সঠিক তথ্য দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন?”

আরও পড়ুন শ্বাসকষ্টের সমস্যা, হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত

কিছুদিন আগেই রাহুল গান্ধি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে নথি উধাও নিয়ে সরব হয়েছিলেন। তাঁর মতে, এই তথ্য গোপন আসলে কোনও কাকতালীয় ঘটনা নয়, সরকারের অগণতান্ত্রিক আচরণ।
দেশ যখনই কোনও একটি বিষয় নিয়ে সংবেদনশীল হয়েছে, তখনই নথিপত্র নিখোঁজ হয়েছে। বিজয় মালিয়া থেকে রাফাল, নীরব মোদি থেকে মেহুল চোকসি প্রতিটি ক্ষেত্রেই তথ্য লোপাট করা হয়েছে, অভিযোগ রাহুল গান্ধীর।

আরও পড়ুন এবার গোটা দেশে চালু হবে ‘এক দেশ এক হেলথ কার্ড’ যোজনা

প্রসঙ্গত, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পূর্ব লাদাখে চৈনিক আগ্রাসনের রিপোর্ট সরিয়ে নেওয়া হলে দেশের সুরক্ষার প্রশ্ন তুলে একাধিকবার কেন্দ্র সরকারের কাছে জবাব চেয়েছে
কংগ্রেস। গত বৃহস্পতিবার ইন্টারনেট থেকে বিতর্কিত রিপোর্টটি মুছে ফেলে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার।

You may also like

Leave a Reply!