TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মেয়েটার চিকিৎসার দায়িত্ব নিয়েছি আমরা, বাঁকুড়া থেকে বললেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়া, ২৪ নভেম্বর, ২০২০ঃ বাঁকুড়া প্রশাসনিক সভা থেকে নাম না করে অমিত শাহকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই আদিবাসী বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে বলেছেন বিভীষণ হাঁসদার মেয়ে অসুস্থ। তিনি আক্ষেপ করেছেন, মেয়ের চিকিৎসা বন্দোবস্ত হয়নি। জেলাশাসক লোক পাঠিয়েছিলেন, মেয়েটার চিকিৎসার দায়িত্ব নিয়েছি আমরা, ওরা রাজনীতি করতে এসেছিল, রাজনীতি করে, খাওয়া দাওয়া করে পালিয়ে গেছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন ”ফাইভস্টার হোটেল থেকে বাসমতী চালের ভাত নিয়ে এসে দলিতদের ঘরে বসে খায় ওরা।

আরও পড়ুন শুভেন্দু অধিকারীর দল ছাড়ার জল্পনা ওড়ালেন সৌগত রায়

ধনেপাতা কাটা হচ্ছে। অথচ উনি খেলেন পোস্তর বড়া! মানুষ ওদের ভাঁওতাবাজি ধরে ফেলেছে।” বিভীষণ হাঁসদার মেয়ে ছোট থেকে মধুমেহ আক্রান্ত। মেয়ের চিকিৎসার কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন বিভীষণ হাঁসদা, তবে তিনি গুরুত্ব দেননি। রাজ্য সরকার দায়িত্ব নিয়েছে বিভীষণ হাঁসদার মেয়ের চিকিৎসার।