আজ ৩১ শে মার্চের পর থেকে আর কোনো করোনা বিধিনিষেধ থাকছে না রাজ্যে। আজ একটি বিজ্ঞপ্তি জারি করে সব বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। গত একমাসে উল্লেখযোগ্যপভাবে কমেছে রাজ্যের করোনাভাইরাস সংক্রমণ।
‘অ-হিন্দু’, কেরলের মন্দির প্রাঙ্গনে ভরতনাট্যম শিল্পীকে নৃত্য প্রদর্শনে বাধা
বেড়েছে সুস্থতার রেট। সেইসব মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে নৈশ কার্ফু কন্টেনমেন্ট জ়োন এর মত নানা বিধিনিষেধতুলে নেওয়া হলেও, মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধির মতো স্বাস্থ্য সংক্রান্ত নিয়মগুলি মেনে চলার শর্ত এখনও জারি থাকবে।