Home আবহাওয়া নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি

নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি

by Webdesk

রবিবার এবং সোমবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বুধবার অবধি।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ কম। সকাল থেকে বৃষ্টি না হলেও, বেশ একটা ঠাণ্ডার আমেজ রয়েছে।

আরো পড়ুন – আজ রবিবার, কেমন কাটবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল

নিম্নচাপের প্রভাবে ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সমুদ্র উপকূলবর্তী এলাকায় এবং মৎস্যজীবীদের আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তরের জেলাগুলিতে আপাতত প্রবল বর্ষণের সম্ভাবনা নেই।

You may also like

Leave a Reply!