Home খেলা বিরাট-অনুষ্কার জীবনে নতুন অতিথি

বিরাট-অনুষ্কার জীবনে নতুন অতিথি

by banganews

বঙ্গ নিউস, ২৭ অগাস্ট, ২০২০ঃ গুঞ্জনটা ছড়িয়েছিল কিছুদিন আগেই। এবার সুখবরটা এল হবু বাবার তরফে।
মা হতে চলেছেন অনুষ্কা শর্মা।
ইনস্টাগ্রামে আজ সকালে সন্তানসম্ভবা স্ত্রীর ছবি আপলোড করে বিরাট লেখেন, “আর তারপর, আমরা এখন তিনজন, সে আসছে ২০২১-এর জানুয়ারিতে”
একই ছবি শেয়ার করেছেন অনুষ্কা নিজেও।

আরও পড়ুন রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল এনসিবি

গত পাঁচ মাস ধরে চলা দীর্ঘ লকডাউনে বাড়িতেই ছিলেন বিরুষ্কা। বন্ধ ছিল শুটিং, ক্রিকেট টুর্নামেন্ট। বিরাট-অনুষ্কার ঘরে নতুন অতিথি আসার খবরে স্বভাবতই বিনোদন এবং ক্রিকেটজগতে খুশির হাওয়া। দুই ক্ষেত্রের তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন হবু মা-বাবাকে।

You may also like

2 comments

Leave a Reply!