Home দেশ কোভিড ওয়ার্ডে রোগীর মদ্যপানের ভাইরাল ছবি, তদন্তের নির্দেশ

কোভিড ওয়ার্ডে রোগীর মদ্যপানের ভাইরাল ছবি, তদন্তের নির্দেশ

by banganews

রাঁচি, ২৪ অগাস্ট, ২০২০ : হাসপাতালের কোভিড ওয়ার্ডে বসে বোতল থেকে মদ ঢেলে খাচ্ছেন করোনা আক্রান্ত রোগী। ঘটনা ঝাড়খণ্ডের ধানবাদের। বোতল হাতে আক্রান্ত রোগীর কয়েকটি ছবি ভাইরাল হয় একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ঘটনার তীব্র সমালোচনা করে হাসপাতালের সুরক্ষা-শৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করায় নেটিজেনরা। এরপরই সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গোটা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন দলীয় অসন্তোষের কারণেই কি পদত্যাগের ইচ্ছা সোনিয়ার?

করোনায় আক্রান্ত হয়ে ধানবাদের কোল ইন্ডিয়া বা বিসিসিএল-এর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয় বছর তিরিশের যুবক, শান্টু গুপ্ত। ভাইরাল ছবিগুলিতে শান্টুর এক হাতে হ্যান্ডকাফ, অন্য হাতে মদের বোতল। খাবার টেবিলে অ্যালুমিনিয়াম ফয়েলে রাজকীয় পরিবেশন, চেয়ারে বসা শান্টু আয়েসে
বোতল থেকে গ্লাসে মদ ঢেলে খাচ্ছেন। অন্য আরেকটি ছবিতে সরাসরি বোতলে মুখ দিয়ে পান করতে দেখা যায় তাকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত রোগী কীভাবে মদ পেলেন তা তাদের অজানা। এমনকি মদ খাওয়ার সময় চিকিৎসক, নার্স বা হাসপাতালের অন্য কর্মীরা পর্যন্ত কেন তাঁকে দেখতে পাননি তারও সদুত্তর মেলেনি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নির্দেশে পেয়ে ধানবাদের ডেপুটি কমিশনার উমাশঙ্কর সিংহ তদন্তে নেমেছেন। স্থানীয় এসডিপিও ঘটনার তদন্ত করছেন।

You may also like

Leave a Reply!