বঙ্গ নিউস, ১১ ডিসেম্বর, ২০২০ঃ ভারতের মারে ফের পিছু হটল পাকিস্তান। এবার জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখার কাছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের চেষ্টা পাকিস্তানের। তবে এবার যোগ্য জবাব দেয় ভারত। ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে পাঁচ পাক সেনা। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখায় হামলা চালায় পাক সেনা। তাদের টার্গেট ছিল সীমান্ত এলাকার নাগরিক সুবিধা কেন্দ্রগুলি। সেগুলি লক্ষ করে গুলি চালায় পাক সেনা। এমনকি বোমাবর্ষণ করে পাক সেনারা।
আরও পড়ুন আইসিসি র্যাঙ্কিংয়ে সর্বপ্রথম বিরাট তারপরেই রোহিত
এর জবাবে ভারতীয় সেনারা গুলি চালালে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাক সেনারা। পাকিস্তানের একাধিক বাঙ্কারও নষ্ট করে দেয় ভারতীয় জওয়ানরা। গত ৬ মাস ধরে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের ড্রোন নজরে এসছে। বেশ কিছুদিন ধরেই ভারতে নিয়ন্ত্রণরেখায় ঢুকতে চেষ্টা করছে পাকিস্তান তবে প্রতিবারই ভারতীয় সেনা জওয়ানের তৎপরতায় ব্যর্থ হয়েছে পাক সেনারা।