এমনটা হবে কোনওদিনও ভাবেননি পর্দার মাসলম্যান। নিজের তৈরি রেস্তোরাঁ ফেরত পেতে দিতে হবে দেড় কোটি টাকা! শুনে চমকে যাচ্ছেন তো! এটাই ঘটেছে অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে৷ ধর্মেন্দ্রর ‘হি ম্যান’ রেস্তোরাঁ (He-Man Restaurant) কব্জা করেছেন এক কর্মচারী যিনি নিজেকে রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার বলে দাবি করেছেন৷ নাম তাঁর নবদীপ। ইতিমধ্যেই সেই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ এই বছরই, করোনা প্রাদুর্ভাবের আগে ১৪ ফেব্রুয়ারি হি ম্যানের উদ্বোধন করেন অভিনেতা৷
আরও পড়ুন : এবার পরিযায়ী শ্রমিক ফেরাচ্ছেন অমিতাভ বচ্চন
হি ম্যান ধাবার ডিরেক্টর বিকাশ কুমার অভিযোগ জানিয়েছেন যে, একমাত্র কর্মী নবদীপ নিজেকে সংস্থার জেনারেল ম্যানেজার হিসেবে পরিচয় দিতেন৷ বিশেষ করে বিভিন্ন সরকারি আধিকারিকের সঙ্গে জেনারেল ম্যানেজার বলে কথা বলতেন৷ এমনকী পরে জানা যায় যে, নবদীপ রেস্তোরাঁর লেটার হেড ও স্ট্যাম্পও জালিয়াতি করেন৷ ২৭ মে তার তরফ থেকে একটি সরকারি ইমেল করা হয় এবং সেখানেই নিজেকে জেনারেল ম্যানেজার হিসেবে উল্লেখ করে দেড় কোটি টাকা দাবি করেন বসেন তিনি! তারপর ধর্মেন্দ্রর রেস্তোরাঁর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়৷
হরিয়ানার কারনালের জি টি রোডের ওপর ১৪ ফেব্রুয়ারি এই রেস্তোরাঁ পথ চলা শুরু করে৷ ধর্মেন্দ্র জানান, এই রেস্তোরাঁয় পাওয়া যাবে দেশি আমিষ খাবার৷ মাঠে চাষ করা সবজি সরাসরি পৌঁছে যাবে হোটেলে। কিনে নেওয়া হবে চাষিদের থেকে। সেই সব্জিতে মিলবে দেশি স্বাদ-গন্ধ৷ এবার দেশি স্বাদের সঙ্গে দেশি অপরাধের খিচুড়ি ঘটে গেল ধর্মেন্দ্রর স্বপ্নের ব্যবসায়।