Home দেশ আজ খুলল বৈষ্ণোদেবী

আজ খুলল বৈষ্ণোদেবী

by banganews

কাটরা, ১৬ অগাস্ট, ২০২০: পাঁচমাস বন্ধ থাকার পর আজ সকাল ৬টায় খুলল মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের দরজা। প্রথমদিন ১২ জন তীর্থযাত্রীর দলের সঙ্গী হলেন সুখবিন্দর সিং, যিনি প্রতি মাসেই একবার করে যান মা বৈষ্ণোদেবীর দর্শনে।
মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের সিইও রমেশ কুমার জানান, শুধুমাত্র অনলাইনে রেজিস্টার করেই বৈষ্ণোদেবী দর্শন করা যাবে। এদিন ভোরে দর্শনার্থীরা পৌঁছনোর আগে সব ব্যবস্থা খতিয়ে দেখতে মন্দির চত্বরে উপস্থিত ছিলেন রমেশ কুমার নিজেই।

আরও পড়ুন আসছে সংসদের বাদল অধিবেশন, করোনা আবহে বদলাচ্ছে অন্দরসজ্জা

শুধু বৈষ্ণোদেবী মন্দিরই নয়, আজ থেকে খুলল কাটরা অঞ্চলের আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ধর্মস্থান।
রমেশ কুমার জানিয়েছেন, প্রথম সপ্তাহে প্রতিদিন ২ হাজার জন করে তীর্থযাত্রীর নাম রেজিস্টার্ড রয়েছে। এঁদের মধ্যে ১৯০০ জন জম্মু-কাশ্মীরের ও বাকি ১০০ জন ভিন রাজ্যের। তবে বাইরের রাজ্য থেকে দর্শনার্থীরা এলে কোভিড পরীক্ষায় উতরোতে হবে তাঁদের। তারপরই পা রাখতে পারবেন বৈষ্ণোদেবীর পথে।
রমেশ কুমার জানিয়েছেন, সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনেই দর্শন হবে। তীর্থযাত্রীদের তিনি এই বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

You may also like

Leave a Reply!