TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কোভিড আটকাতে বাজারে এল উদ্ভিদ থেকে তৈরি টিকা

করোনা সংক্রমণ অনেকটাই স্থিতিশীল। তবুও উদ্বেগ আছেই। বিশেষজ্ঞরা বারবার জানিয়েছেন, কোভিড টিকাকরণ যেন বন্ধ না হয়। চাহিদার সঙ্গে সঙ্গেই পাল্লা দিতে বাজারে এসেছে একাধিক সংস্থার কোভিড টিকা। এবার সেই তালিকায় যুক্ত হল একটি নতুন টিকা। যা তৈরি হয়েছে উদ্ভিদ থেকে।

কানাডার মেডিকাগো ইঙ্ক নামক একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার তৈরি করেছে এই টিকা। সেদেশে ছাড়পত্রও পেয়েছে এটি। মিৎসুবিশি কেমিক্যালস ও ফিলিপ মরিসের মালিকানাধীন এই সংস্থার তৈরি টিকাটি অন্যান্য সাধারণ কোভিড টিকার থেকে একদম আলাদা।

‘জীবন্ত’ পাথর! নড়েচড়ে তো বটেই সঙ্গে বংশবিস্তারও করে

এটি বিশ্বের প্রথম টিকা, যা উদ্ভিজ্জ প্রোটিন থেকে তৈরি। বর্তমান ছাড়পত্র অনুসারে, ১৮ থেকে ৬৪ বছর বয়সি মানুষ এই টিকা নিতে পারবেন। আপাতত এই টিকাটিও দু’বারে নিতে হবে। দু’টি টিকার মধ্যে থাকতে হবে একুশ দিনের ব্যবধান।