Home স্বাস্থ্য টিকার গুণে মৃত্যু আটকাবে ৯৭.৫%

টিকার গুণে মৃত্যু আটকাবে ৯৭.৫%

by banganews

২০২০ থেকে এখনও পর্যন্ত চলছে করোনার দাপট। শুরু থেকেই প্রশ্ন ছিল কবে আসবে ভ্যাক্সিন৷ ভ্যাক্সিন আসার পরেও কোভিশিল্ড না কোভ্যাক্সিন তাই নিয়ে ছিল প্রশ্ন৷

এমনই এক সময় এই বুস্টার ডোজ নিয়েও নানারকম কথা কানে আসতে থাকে৷ আইসিএমআর এর ডিরেক্টর ডাঃ বলরাম ভার্গব ২০২১ সালের ১৮ই এপ্রিল থেকে ১৫ই আগস্ট পর্যন্ত সমস্ত তথ্য সংগ্রহ করেছেন৷

আরো পড়ুন 

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা কম

তাঁর মতে, টীকা গ্রহণে মৃত্যুর হার অত্যন্ত কম হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে যারা মারা গিয়েছিল তারা বেশির ভাগই কোন টীকা গ্রহণ করেননি। প্রথম ডোজে মৃত্যু ঠেকানো যাবে ৯৬.৬% মানুষের আর দ্বিতীয় ডোজে মৃত্যু ঠেকানো যাবে ৯৭.৫% মানুষের।
তাই তিনি বলেন মৃত্যু ঠেকাতে হলে সুরক্ষা কবচের মতো টীকার ডোজ গুলি নিতে হবে। তাতে বয়স ৬০ হোক বা তার বেশি, তা ৪৫-৫৯ই হোক বা ১৮-৪৪ টীকা বয়স যাই হোক করোনা টীকা নেওয়া অত্যন্ত প্রয়োজন।

 

You may also like

Leave a Reply!