কানপুর, ১৭ নভেম্বর, ২০২০ঃ ফের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার কানপুরে সাতবছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল। শুধু তাই নয়, খুন করে যকৃত ও আরও কয়েকটি অঙ্গ কেটে নেওয়ার অভিযোগ ওঠে ধর্ষকদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর দুজন যুবক শনিবার রাতে নাবালিকাকে অপহরণ করে। মত্ত অবস্থায় ওই নাবালিকাকে ধর্ষণ করে বলেই অনুমান।
আরও পড়ুন রাজধানীতে নাশকতার ছক বানচাল, গ্রেপ্তার ২
এরপর তাঁকে খুন করা হয়। এমনকি মৃত্যু নিশ্চিত করার জন্য শরীর থেকে যকৃত সহ বেশ কয়েকটি অঙ্গ কেটে নেওয়া হয়। চার সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা জানা গেছে পরশুরাম নামের এক যুবক তাদের টাকা দিয়েছিল এই কাজের জন্য। কয়েকদিন আগেই হাথরাসে ধর্ষণ নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল গোটাদেশ। ফের কানপুরে ধর্ষণের ঘটনায় নারী নিরাপত্তায় প্রশ্নের মুখে যোগী সরকার।