Home কলকাতা বিনা অনুমতিতে সাংসদের ছবি ব্যবহার, সাইবার সেলের দ্বারস্থ নুসরত

বিনা অনুমতিতে সাংসদের ছবি ব্যবহার, সাইবার সেলের দ্বারস্থ নুসরত

by banganews

কলকাতা, ২১ সেপ্টেম্বর, ২০২০ঃ   ভিডিও চ্যাট অ্যাপে অনুমতি ছাড়াই বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের ছবি ব্যবহার করাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন তিনি। এক টুইটবার্তায় তিনি জানিয়েছেন, ‘আমার অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করা হচ্ছে। এই ধরনের কাজ কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়।

আরও পড়ুন প্রাক্তন স্বামী অনুরাগের বিরুদ্ধে #MeToo অভিযোগ, মুখ খুললেন প্রাক্তন স্ত্রী

কলকাতা পুলিশের সাইবার সেল বিভাগকে আর্জি জানাচ্ছি, দয়া করে তাঁরা যেন সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করেন। প্রয়োজনে আমি আইনি ব্যবস্থা নিতেও প্রস্তুত।’ লাল পোশাকে সজ্জিত অভিনেত্রীর একটি ছবি ফ্যান্সি ইউ ভিডিও চ্যাট নামে একটি অ্যাপের বিজ্ঞাপনে রয়েছে। সম্প্রতি এই বিষয়টিকে কেন্দ্র করেই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। এই বিষয়টি জানতে পেরেই কী ভাবে বিনা অনুমতিতে তাঁর ছবি ব্যবহার করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন নুসরত জাহান। এই ঘটনা বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে উপযুক্ত পদক্ষেপের জন্য কলকাতা পুলিশের সাইবার সেলেও আবেদন করেছেন। প্রসঙ্গত, রাজনৈতিক থেকে সামাজিক সমস্ত বিষয় নিয়েই সোশাল মিডিয়াতে সরব হতে দেখা গিয়েছে নুসরতকে। এদিনও অভিযোগের কথা নিজেই টুইট করেন বসিরহাটের সাংসদ।

You may also like

Leave a Reply!