Home দেশ না জেনেই সুশান্তের ঘরের লক ভেঙেছিলেন, দেখতে পাননি দেহ, জানালেন চাবিওয়ালা রফিক

না জেনেই সুশান্তের ঘরের লক ভেঙেছিলেন, দেখতে পাননি দেহ, জানালেন চাবিওয়ালা রফিক

by banganews

মুম্বই, ২২ অগাস্ট, ২০২০: ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘরের বন্ধ দরজার লক ভেঙেছিলেন কে? এতদিন তা রহস্যই ছিল। এবার প্রকাশ্যে এলেন রফিক নামের সেই চাবিওয়ালা। বললেন, কার ঘর ভাঙছেন, জানতেন না। দরজাটাও তাঁকে খুলতে দেওয়া হয়নি। সঙ্গে সঙ্গেই চলে যেতে বলা হয়।

আরও পড়ুন ফের খতিয়ে দেখা হোক সুশান্তের ফরেন্সিক রিপোর্ট, এইমসকে আর্জি সিবিআই-এর

বান্দ্রা এলাকাতেই কাজ করেন রফিক। ১৪ জুন তাঁকে ফোন করেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি। রফিক পৌঁছলে তাঁকে লক ভাঙতে বলা হয়। এও বলা হয়, ঘরের ভিতর থেকে কোনওরকম আওয়াজ এলেই যেন লক ভাঙা বন্ধ করে দেওয়া হয়। লকটি কম্পিউটারাইজড হওয়ায় খুলতে ঘণ্টাখানেক সময় লাগে।
দরজা ভাঙলেও দরজা খুলতে নিষেধ করা হয় রফিককে। দিয়ে দেওয়া হয় দু হাজার টাকা মজুরি। তারপর আর সেখানে থাকতে দেওয়া হয়নি রফিককে।

You may also like

Leave a Reply!