TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মোদীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পালিত বেরোজগার দিবস

দেশে কর্মসংস্থানের পরিকাঠামো ক্রমেই দুর্বল হচ্ছিল। তার ওপর করোনা আসায় নতুন চাকরি তো দূরে থাক, চাকুরিজীবীরাই কাজ হারাচ্ছেন। শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি চাকরির প্রতিশ্রুতি মিললেও পরীক্ষা বা নিয়োগ হচ্ছে না। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এই অবস্থার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় জাতীয় বেরোজগার দিবস পালন করছে যুবসমাজের একাংশ।
আজ নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিনে সকাল থেকে টুইটার ছেয়েছে #NationalUnemployeeday পোস্টে । প্রায় ২০ লক্ষের বেশি পোস্ট হয়েছে এই সংক্রান্ত, যা জন্মদিনের শুভেচ্ছাবার্তাকেও ছাপিয়ে গিয়েছে।

আরও পড়ুন কোন খবর লুকোচ্ছেন গায়িকা ইমন চক্রবর্তী?

 

এর আগে মোদীর মন কি বাতে লাইকের চেয়ে ডিসলাইক ছিল বেশি। এই নিয়ে বিরোধীদের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির কারণেই যুবসমাজ মুখ ফিরিয়ে নিয়েছে। কাজ হারিয়ে অনেকেই ক্ষুব্ধ সরকারের উপর। আর সেই ক্ষোভই তারা উগরে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।