Home দেশ দুবছরের নাতিকে আগুনের ছ্যাঁকা, গ্রেপ্তার দিদিমা

দুবছরের নাতিকে আগুনের ছ্যাঁকা, গ্রেপ্তার দিদিমা

by banganews

বেঙ্গালুরু, ৩০ অগাস্ট, ২০২০: দুবছরের ছোট্ট নাতির শরীরে আগুনের ছ্যাঁকা দেওয়ার অপরাধে পুলিশ গ্রেপ্তার করল তার দিদিমাকে। বেঙ্গালুরুর সাদ্দাগুন্তে পালিয়া এলাকার ঘটনা।
চোখে-মুখে বেশ কয়েকটি পোড়া এবং আঘাত নিয়ে শিশুটি বর্তমানে বেঙ্গালুরুর ইন্দিরা গান্ধি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ চিকিৎসাধীন।

আরও পড়ুন কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য সরতে পারে মসজিদ

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মা হাজিরা বিবি পেশায় দিনমজুর। তাঁর পঞ্চম সন্তানের জন্মের জন্য বাপেরবাড়িতে ছিলেন। সঙ্গে ছিল ওই দুবছরের শিশুটি। বাকি তিনজন ছিল বাড়িতে, তাদের বাবা ইরফাদের কাছে।
হাজিরা বিবির সঙ্গে থাকা ওই দুবছরের শিশুটি তার বাবার কাছে যাওয়ার জন্য বায়না জুড়লে হাজিরাবিবির মা তার ওপর অত্যাচার শুরু করে। তাকে মারধর করা হয়। এমনকী বাতি জ্বালিয়ে শরীরে ছ্যাঁকাও দেওয়া হয়।

আরও পড়ুন মোদীর বায়োপিকের প্রযোজক ড্রাগ চক্রের সঙ্গে জড়িত

হাজিরাবিবি তাঁর স্বামীকে ডেকে পাঠালে ইরফাদ স্থানীয় থানায় তাঁর শাশুড়ি আর স্ত্রীর নামে অভিযোগ দায়ের করেন। ইরফাদের অভিযোগের ভিত্তিতে তাঁর শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। হাজিরাবিবি সদ্য সন্তানের জন্ম দেওয়ায় তাঁর বিরুদ্ধে তদন্ত আপাতত শুরু হয়নি।
আহত শিশুটির অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।

You may also like

Leave a Reply!