উইমেন্স হ্যান্ডবল ওয়ার্ল্ড কাপে এই প্রথমবার যোগ দিতে চলেছে ভারত। দেশের হয়ে বিশ্বকাপে খেলবেন দুই বাঙালি তরুণী- মৌমিতা রায় এবং রুবিনা খাতুন। এর আগে, এশিয়ান চ্যাম্পিয়ানশিপে সোনা জিতেছেন এঁরা। এবার জাতীয় দলের হয়ে প্রথমবার বিশ্বকাপের আঙিনায়।
অনুশীলনে যোগ দিতে বৃহস্পতিবার তাঁরা রওনা দিচ্ছেন হিমাচল প্রদেশে। তার আগে এদিনই, ওয়েস্টবেঙ্গল হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই দুই বাঙালি তরুণীকে সংবর্ধনা দেওয়া হল। রাজ্য হান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কুন্তল ঘোষ এঁদের সংবর্ধিত করে বললেন, “আজ গর্বের দিন। হ্যান্ডবলে পিছিয়ে থাকা ভারত এই প্রথমবার বিশ্বকাপে খেলবে। সেই সঙ্গে আরও আনন্দের, বাংলা থেকে প্রতিনিধিত্ব করবে দুই তরুণী। রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের কাছে এ এক গর্বের এবং সাফ্যল্যের”। আগামী দিনে হ্যান্ডবলকে এই প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানালেন কুন্তল।