Home স্বাস্থ্য করোনা রুখতে বাড়িতেই বানিয়ে ফেলুন সহজলভ্য এই পানীয়

করোনা রুখতে বাড়িতেই বানিয়ে ফেলুন সহজলভ্য এই পানীয়

by Webdesk

কলকাতা , ১৭ অগাস্ট ২০২০ : আমেরিকান জার্নাল অব কার্ডিওলজি থেকে শুরু করে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র, হলুদের গুণগান করেছেন সবাই।

★ কার্ডিও ভাসকুলার সিস্টেমের জন্য দারুণ উপকারী হলুদ। হলুদের রস হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেয় ৫৬ শতাংশ।

★স্মৃতিশক্তি ধরে রাখা
★ ক্যান্সারের মোকাবিলা

আরো পড়ুন – করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী
★হজম শক্তি বৃদ্ধি
★ গলব্লাডার পরিস্কার রাখা এছাড়া
★টাইপ ২ ডায়াবিটিসেও উপকারী হলুদ। এটি ইনসুলিনের ভারসাম্য রক্ষা করে।

আরো পড়ুন – দেশজুড়ে করোনায় মৃত্যু ৫০ হাজার, আক্রান্ত ২৬ লক্ষের বেশি

★ হলুদে থাকা লিপোপলিস্যাকারাইড অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল।

হলুদ মূলত ইমিউনিটি বুস্টার বা রোগ প্রতিরোধী। । দিনে এক চামচ হলুদ দুধে গুলে খেলে হাতে কলমে ফল পাওয়া যাবে। করোনার দিনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এটি ব্যবহার করা যেতে পারে নিশ্চিন্তে।

You may also like

Leave a Reply!