ওয়াশিংটন, ১৩ ই অগাস্ট, ২০২০ : H-1B ভিসার নিয়মে ছাড় দিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ H-1B ভিসা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নয়া সিদ্ধান্ত, ভিসায় বিধিনিষেধ আরোপের ফলে আমেরিকায় কর্মরত যে বিদেশি নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়েছিলেন, তাঁরা আগের চাকরিতে বহাল হয়েই সেদেশে ফিরতে পারবেন৷
আরও পড়ুন : গভীর কোমায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
আমেরিকান ডিপার্টমেন্ট অফ স্টেট অ্যাডভাইসারি কমিটি জানিয়েছে, কেবলমাত্র কর্মরত ব্যক্তিই নন, তাঁর সঙ্গে ভিসা পাবে তাঁর পরিবারও। ট্রাম্প প্রশাসন মনে করে অর্থনীতিকে চাঙ্গা করতে তাঁদের ফেরানো দরকার।
এছাড়াও স্বাস্থ্যকর্মী, গবেষক কিংবা সমাজ জীবনের উন্নয়নকল্পে যাঁরা আমেরিকায় চিকিত্সা অথবা গবেষণা করছিলেন, সেই H-1B ভিসা হোল্ডারদেরও মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার অনুমতি দেওয়া হয়েছে৷
আরও পড়ুন : চীনা কোম্পানি বাদ দিয়েই ভারতে শুরু হচ্ছে 5G ট্রায়াল
আমেরিকায় কর্মরত বিদেশি নাগরিকদের জন্য যে ভিসা দেওয়া হয় তাকে H-1B ভিসা বলা হয়। এই ভিসা সবচেয়ে বেশি ইস্যু করা হয় ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য৷ ভিসা বাতিলের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মার্কিন মুলুকে কর্মরত ভারতীয় নাগরিকরাই। অতিমারীর কারণে চলতি বছরের ২২জুন ভিসায় নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন।