Home কলকাতা শিল্প বৃদ্ধির হারে দেশে পঞ্চম বাংলা, জবাব দিল তৃণমূল

শিল্প বৃদ্ধির হারে দেশে পঞ্চম বাংলা, জবাব দিল তৃণমূল

by banganews

কলকাতা, ২২ ডিসেম্বর, ২০২০ঃ দুদিন আগে রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যা বলে গিয়েছেন তার সাথে কেন্দ্রীয় তথ্যের কোনো মিল নেই। অমিত শাহের দেওয়া তথ্য আপাদমস্তক ভুলে ভরা। তৃণমূল ভবন থেকে জানালেন সাংসদ সৌগত রায়। আজ সাংবাদিক বৈঠকে সৌগত রায় পরিসংখ্যান তুলে ধরে অমিত শাহের বক্তব্য খন্ডন করলেন। তিনি বললেন ইতিমধ্যেই দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে দিয়ে এককোটি মানুষের কাছে পৌঁছে গেছে সরকার। এর পাশাপাশি সৌগত রায় জানিয়েছেন কেন্দ্রের থেকে এখনও ১৫ হাজার ৭২৩ কোটি টাকা রাজ্যের পাওনা আছে। এমনকি আমফানের সময় পর্যাপ্ত সাহায্য করেনি কেন্দ্র। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য সবসময় পরিষেবা দিয়ে এসছে।

আরও পড়ুন ভোটের আগে সরকারি কর্মীদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী, একাধিক ভাতা ঘোষণা

এই অতিমারীর সময় হাসপাতালগুলিতে বেড বৃদ্ধির নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে বাংলা। আরও ৫১ শতাংশ নার্স নিয়োগ করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় উপকৃত ১.৪ কোটি পরিবার। গত ১০ বছরে জিডিপি বেড়েছে ৫৩ শতাংশ। শিল্প বৃদ্ধি হয়েছে ৩.১ শতাংশ। শিল্পখাতে উৎপাদন ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের মধ্যে শিল্পে বাংলা পঞ্চমস্থানে রয়েছে। রাজ্যে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২৪ শতাংশ। সারা রাজ্যে ১১১৮ কিমি গ্রামীণ রাস্তা হয়েছে। ৯০ লক্ষ্য মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছেছে। পাট শিল্পকে চাঙ্গা করতে ৬০ কোটি পাটের ব্যাগ কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে নতুন ৩০ টি বিশ্ববিদ্যালয় হয়েছে।.বিদ্যুৎ পৌঁছেছে রাজ্যের ১০০ শতাংশ বিদ্যালয়। মহিলারা অনেক নিরাপদ। মহিলাদের উপর অপরাধ কমেছে। মাথা পিছু আয়ের নিরিখে এগিয়ে রয়েছে বাংলা।

You may also like

Leave a Reply!