TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

তৈরি হল মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি

প্রথম থেকেই দলের অন্দরে মহিলাদের বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথেই এবার মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি তৈরি হল। ৪৪ জনের নতুন কমিটি গঠন করা হল। আগামী সপ্তাহেই ডাকা হচ্ছে বিশেষ বৈঠক। ৫ মে থেকে জনসংযোগ শুরু করবেন কমিটির সদস্যরা।

রাজ্যের নতুন সাফল্য, টেলিমেডিসিন পরিষেবায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে বাংলা

কমিটির ওয়ার্কিং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সাংসদ মালা রায়।। রয়েছেন মালা সাহা, স্মিতা বক্সী, ইন্দ্রাণী ব্রহ্ম, দুলালী বিশ্বাস, সন্ধ্যা ভাদুড়ী সহ বেশ কিছু বিশিষ্টজন। মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বাংলায় মহিলাদের জন্যে একাধিক প্রকল্পে মর্যাদা দেওয়ার কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত স্তরে ৫০% আসন সংরক্ষণ করা হয়েছে। ২০১৬-তে স্বাস্থ্যসাথী প্রকল্প আনা হয়েছে যা হয়েছে বাড়ির প্রবীণার নামে। মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে ২০২১-এ নির্বাচনী প্রতিশ্রুতি মেনে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় থেকে জঙ্গলমহল সব জায়গাতেই মহিলাদের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে। ঝাড়গ্রামে বিশেষ দায়িত্বে আনা হয়েছে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে। কালিম্পং জেলায় দায়িত্বে সাংসদ শান্তা ছেত্রী।