Home বিদেশ মোবাইল অ্যাপে ট্রাকিং সফটওয়্যার, নাগরিকদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ সরকারের

মোবাইল অ্যাপে ট্রাকিং সফটওয়্যার, নাগরিকদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ সরকারের

by banganews

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে জানান হল আমেরিকা তার নাগরিকদের ব্যক্তিগত গতিবিধির ওপর কড়া নজরদারি করছে এবং সরকার এটিকে অনৈতিক বলে স্বীকার করেনা। সুরক্ষার প্রশ্নে দেশের নাগরিকদের মোবাইল অ্যাপ্লিকেশনে, সরকার ট্র্যাকিং সফ্টওয়্যার অ্যাটাচ করেছে। এই নজরদারির জন্য চুক্তিবদ্ধ ভার্জিনিয়া ভিত্তিক সেই সংস্থার নাম Anomaly Six LLC।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!