Home কলকাতা কাল নিট পরীক্ষা, সকাল থেকে সচল মেট্রো, থাকছে বিশেষ বাসও

কাল নিট পরীক্ষা, সকাল থেকে সচল মেট্রো, থাকছে বিশেষ বাসও

by banganews

কলকাতা, ১২ সেপ্টেম্বরঃ  রাত পোহালেই নিট পরীক্ষা। নিট পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আজ রাজ্যের লকডাউন প্রত্যাহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল নিট পরীক্ষার কারণে সকাল ১০ টা থেকে মেট্রো পরিষেবা সচল রাখার কথা জানিয়েছে মেট্রো রেল। ছাত্র ছাত্রী ও অভিভাবকের যাতায়াতের জন্য নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত মোট ৭৪ টি ট্রেন চালানো হবে। সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত এই পরিষেবা বজায় থাকবে।

আরও পড়ুন নাইট রাইডার্সে এবার মার্কিনি পেসার

মেট্রোর পাশাপাশি বিশেষ বাসের ব্যবস্থা রাখছে রাজ্য। রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে খবর কাল মোট ১৫০০ টি বাস চালাবে রাজ্য পরিবহণ নিগম। এর মধ্যে প্রায় ৮৫০ টি বাস চালাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কলকাতার গুরত্বপূর্ণ জায়গা ছাড়াও বর্ধমান, আসানসোল, দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পরিবহণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। আরটিও দের নির্দেশ দেওয়া হয়েছে কাল অফিসে থাকার জন্য।

You may also like

Leave a Reply!