TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এক লাফে তাপমাত্রা কমলো ৭ ডিগ্রি

বঙ্গ নিউস, ১৮ ডিসেম্বর, ২০২০ঃ শীত পড়তে পড়তে আচমকাই ঠান্ডা উধাও হয়ে গিয়েছিল। পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণবাত সবকিছুই ঠান্ডার আগমনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজ ভোর না হতেই তাপমাত্রার পারদ হল নিম্নমুখী।

আগেই বাংলায় হাড় কাঁপানো ঠান্ডা আগমনের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকেই বাংলায় জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। মধ্যপ্রদেশের ঘূর্ণবাত দুর্বল হওয়ায় এবার উত্তুরে হাওয়ার দাপট টের পাওয়া যাবে।

আরও পড়ুন আমি আসানসোলের তৃণমূল নেতাদের বিজেপিতে জয়েন করানোর পক্ষে নইঃ বাবুল সুপ্রিয়

আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত ঠান্ডা থাকবে। গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় ৭ ডিগ্রি৷