বঙ্গ নিউস, ১১ ডিসেম্বর, ২০২০ঃ শুক্রবার সকাল থেকে কুয়াশার চাদর গায়ে দিয়েছে কলকাতা শহর। আবার শিশির পড়তেও শুরু করে দিয়েছে।বিগত কয়েকদিন ধরে আবহাওয়া ঘন কুয়াশাচ্ছন্ন৷ তাপমাত্রাও কমতে শুরু করে দিয়েছে। এমনকি কুয়াশার মাঝে আবার শিশির পড়তেও দেখা যাচ্ছে। সবমিলিয়ে মনে হচ্ছে বাংলায় হাড়কাপানো শীতের আগমন ঘটতে চলেছে।
আরও পড়ুন স্টাফ সিলেকশন কমিশন বিজ্ঞপ্তি জারি করল, ৪৬৭২ শূন্যপদে নিয়োগ
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদহে আজকের পর কুয়াশা কমবে৷ পাশাপাশি দক্ষিণবঙ্গেও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া এবং কলকাতায় কুয়াশা হালকা হবে।