বঙ্গ নিউস, ১০ ডিসেম্বর, ২০২০ঃ বৃহস্পতিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঘিরে রয়েছে বাংলার আকাশ৷ গতকাল প্রায় অনেক বেলা পর্যন্ত কুয়াশা ছিল৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন হচ্ছিল কুয়াশা। বিভিন্ন জায়গায় রেল চলাচলও বিঘ্নিত হয়েছিল।কনকনে ঠাণ্ডা না পড়লেও বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে ভোরের দিকটায়। আশা করা যাচ্ছে, এই কুয়াশা কেটে গেলেই বাংলায় জাঁকিয়ে পড়বে কনকনে ঠাণ্ডা।
আরও পড়ুন মোবাইল ক্যামেরাতে দ্রুত হতে পারে করোনা পরীক্ষা
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সকালের দিকে আবছা রোদ থাকবে৷ গতকালের তুলনায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে। বাংলার উত্তরে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদহে এখনও ২ দিন এই ঘন কুয়াশা থাকবে৷ দক্ষিণবঙ্গেও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া এবং কলকাতা থাকবে কুয়াশাচ্ছন্ন