TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পশ্চিমী ঝঞ্ঝার জেরে উধাও শীত

বঙ্গ নিউস, ৫ জানুয়ারি, ২০২১ঃ আবারও ধীরে ধীরে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের দু-একটি জায়গায় হালকা কুয়াশা এবং ওড়িশার বেশকিছু জায়গায় ঘন কুয়াশা রয়েছে৷

আরও পড়ুন কার্ড না থাকলেও কীভাবে পাবেন স্বাস্থ্যসাথী সুবিধা? জেনে নিন

পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর ভারত থেকে আসা উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পূ্বালী হাওয়া বইছে বঙ্গোপসাগরের দিক থেকে। এই দুইয়ের কারণে শীত উধাও৷ তবে পৌষ সংক্রান্তির আগে আবারও শীত পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।