TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বড়দিনের সকালে শীতের সাময়িক ছুটি

বঙ্গ নিউস, ২৫ ডিসেম্বর, ২০২০ঃ ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ ছিল নিম্নগামী। কিন্তু বর্ষশেষে তাপমাত্রার পারদ যেন সামান্য পরিমাণে উঠতে শুরু করেছে। বড়দিনের শীতের আমেজ থাকলেও সেই হাড় কাঁপানো ঠান্ডা টা কিন্তু নেই। করোনা আবহে নিয়ম বিধি মেনেই বড়দিনের প্রস্তুতি চলছে।

উৎসবের মরশুমে ঠান্ডাকে সঙ্গী করেই বেরিয়ে পড়েছে ভ্রমণপিপাসু বাঙালি। মনের মধ্যে এমনিতেই জমছে উষ্ণতা। সকালে বেশ ঠান্ডা লাগছে৷ তবে ঠাণ্ডা আমেজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ফিকে হয়ে আসছে ঠাণ্ডা৷

আরও পড়ুন দিনক্ষণ জানানো হল উচ্চমাধ্যমিক পরীক্ষার, জেনে নিন কবে কোন পরীক্ষা

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। সকালের দিকে আবছা রোদ থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা বেশি থাকবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় ২ ডিগ্রি কম থাকবে। দিনের বেলা তেমন ঠাণ্ডা না লাগলেও রাতের দিকে বেশ ঠাণ্ডা পড়বে বলে জানা যাচ্ছে।