Home দেশ আজ শুধু ট্রেলার, আরও বড় ট্রাক্টর মিছিল হবে; হুঁশিয়ারি কৃষকদের

আজ শুধু ট্রেলার, আরও বড় ট্রাক্টর মিছিল হবে; হুঁশিয়ারি কৃষকদের

by banganews

দিল্লি, ৭ জানুয়ারি, ২০২১ঃ আজ কৃষক আন্দোলনের ৪৩ তম দিন। ঠাণ্ডা, বৃষ্টি কোনোকিছুই কৃষকদের আটকাতে পারেনি। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। গত ৪ জানুয়ারি সপ্তম দফার বৈঠকের পরেও মেলেনি কোনো সমাধানসূত্র। ফের আগামীকাল কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কৃষকরা। এরই মধ্যে আজ ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছেন কৃষকরা।

আরও পড়ুন নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে কুরমীদের হুড়কা জাম, অবরুদ্ধ জঙ্গলমহল

সিঙ্ঘু, টিকরি, গাজিপুর সহ শাহজাহানপুরের সীমান্তে গতকাল থেকেই কয়েক হাজার ট্রাক্টরে জড়ো হয়েছিলেন কৃষকরা। হরিয়ানা ও রাজস্থান সীমান্তেও কয়েক হাজার কৃষক জড়ো হয়েছিলেন ট্রাক্টর নিয়ে। আজ কুন্ডলি- মানেসার-পলবল এক্সপ্রেসওয়ে ধরে মিছিল শুরু করেন কৃষকরা। আগামীকাল বৈঠকের আগে এই পন্থা সরকারকে চাপে রাখবে বলেই মনে করছে কৃষক সংগঠন। তবে তাঁদের কথায় সরকার আইন প্রত্যাহার না করলে ২৬ জানুয়ারি আরও বড় ট্রাক্টর মিছিল করবে কৃষকরা। আজকের মিছিল শুধু ট্রেলার। কৃষকদের স্পষ্ট বক্তব্য আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। শেষ না দেখে ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কৃষকরা।

You may also like

Leave a Reply!