Home দেশ আজ নেতাজির ‘মৃত্যুদিন’ পালন করলেন কঙ্গনা

আজ নেতাজির ‘মৃত্যুদিন’ পালন করলেন কঙ্গনা

by banganews

মুম্বই, ১৮ অগাস্ট, ২০২০: নেতাজির মৃত্যুদিন পালন করলেন কঙ্গনা রানাওত। ১৮ অগাস্ট দিনটিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন হিসেবে ঘোষণা করলেন তাঁর টুইটে।
উল্লেখ্য, ১৮ আগস্ট ১৯৪৫ সালে তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু, এই দাবির স্বপক্ষে এখনও পোক্ত প্রমাণ কোনও বিশেষজ্ঞই পেশ করতে পারেননি।

আরও পড়ুন মহারাষ্ট্রের দুটি গ্রাম দত্তক নিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ

এদিন নেতাজির ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ““সাভারকর, লক্ষ্মীবাঈ, বাহাদুর শাহ জাফরের মতো নেতাজিও কখনও নিজের প্রাপ্য পাননি। ব্রিটিশ সরকারের অনুগত জনসংযোগ রক্ষাকারীরা তাঁর বিরুদ্ধে প্রচার করেছে এবং বুদ্ধিজীবীরা ঘোষণা করেছেন অস্ত্র ও ঢাল বাদেই আমরা স্বাধীনতা পেয়েছি। একেবারেই সত্যি নয়। স্বাধীনতা রক্তের দাবি রাখে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য রক্ত দিয়েছেন।”

আরও পড়ুন পিএম কেয়ারস তহবিলের টাকা ট্রান্সফার নয়, নির্দেশ শীর্ষ আদালতের

নেতাজির ছবি দিয়ে আরও একটি টুইট করেছেন কঙ্গনা। সেখানে আবার লিখেছেন,
“আমি বামপন্থীদের মতাদর্শ বুঝি এবং সম্মান করি কিন্তু তা আমার ক্ষেত্রে কখনই কাজে দেয়নি। আমি দক্ষিণপন্থায় বিশ্বাস করি। আর আমার অভিজ্ঞতা আমায় শিখিয়েছে, মানুষের সামনে ভিক্ষা চাইলে নিজের প্রাপ্য পাবে না তা তোমাকে ছিনিয়ে নিতে হবে।”

You may also like

Leave a Reply!