TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন কপুর্রের টোটকা

হিন্দু শাস্ত্রে এমন অনেক উপায় রয়েছে যা করলে জীবনের নানা ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। কর্পুর পুজোয় কাজে লাগার সঙ্গে সঙ্গেই জ্যোতিষ টোটকাতেও খুবই ভাল ফলদায়ী।

জেনে নিন কপুর্রের টোটকা –

* প্রতিদিন সকাল সন্ধ্যা পুজো করার পর কর্পূর দিয়ে আরতি করা অত্যন্ত শুভ বলে মানা হয়। প্রতিদিন এটি করলে বাড়িতে কোনও প্রকার নেগেটিভিটি থাকবে না। বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে।

* যদি বাড়িতে হঠাৎ করে ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়, তাহলে কর্পূরের একটা টুকরো ঘিয়ে ভিজিয়ে ঘরের এক কোণে জ্বালিয়ে দিন, এর ফলে ঝগড়া ঝামেলা ধীরে ধীরে কমতে থাকবে।

* জীবনে গভীর কোনও চিন্তা থাকলে রাতে ঘুমোতে যাওয়ার আগে রুপোর পাত্রে যদি সম্ভব না হয় যে কোনও পাত্রে এক টুকরো কর্পূরের সঙ্গে একটা লবঙ্গ পুড়িয়ে ফেলুন।

* ঘরের ভেতরে যদি বাথরুম হয় তা হলে বাথরুমের যে কোনও একটা কোণে কর্পুরের দু’টো টুকরো রেখে দিন।

 

জেনে নিন নিয়মিত অ্যালো ভেরা ব্যবহার করার পার্শপ্রতিক্রিয়া

* জন্মছকে যদি কালসর্প যোগ থাকে তা হলে প্রতি রবিবার কর্পূর ঘিয়ে ভিজিয়ে পুড়িয়ে সারা ঘর সেই আগুনটা ঘুরিয়ে নিন।

* আকস্মিক দুর্ঘটনা এড়াতে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে হনুমান চালিশা পাঠ করার পর এক টুকরো কর্পূর জ্বালিয়ে দিন।