কলকাতা, ১ জানুয়ারি, ২০২১ঃ শিয়ালদহ ডিভিশনে টাইম টেবিল বিক্রিতে বিপুল অঙ্কের গড়মিল, যা দেখে হতভম্ব হয়ে পড়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। কর্মাশিয়াল বিভাগ ও অ্যাকাউন্টস বিভাগের মধ্যে চাপানউতোর চললেও বিষয়টি আড়ালেই থেকে গিয়েছে। গত নভেম্বরে কর্মাশিয়াল বিভাগের ডেপুটি স্টেশন সুপারের কাছে লিখিত ভাবে অ্যাকাউন্টস বিভাগ জানায় টাইম টেবিল বিক্রির ব্যালেন্স শিটে দুরকম অঙ্কের হিসাব দেখানো হয়েছে। যেখানে প্রায় সাড়ে চার কোটির টাকার গড়মিল রয়েছে।
আরও পড়ুন ভোটার কার্ড সংশোধন করুন বাড়িতে বসেই
সমস্ত হিসেব চেয়ে ট্রাভেলিং ইন্সপেক্টর ডেপুটি স্টেশন সুপারকে চিঠি দেয় অ্যাকাউন্টস বিভাগ। কিন্তু এখনও কোনো উত্তর পায়নি তারা। প্রথমে অনলাইন ব্যালেন্স শিট ও পরে অ্যাকচুয়াল ব্যালেন্স শিট জমা দিলে তাতে সামান্য ব্যবধান হতে পারে। কিন্তু প্রায় সাড়ে চার কোটি টাকার ব্যবধান দেখে সন্দিহান হয়ে পড়েন অ্যাকাউন্টস বিভাগের আধিকারিকরা। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এই বিষয়টিকে ভুল বললেও বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছে একাধিক বিভাগীয় আধিকারিক। যদিও ডিআরএম বলেন, প্রতিটি বিষয় খতিয়ে দেখা হয় হেড কোয়ার্টার্স থেকে। ডিভিশন ভুল করে সরে যেতে পারবে না। পাশাপাশি তিনি বলেন, ”ভুল হতেই পারে, খতিয়ে দেখা হবে সবটাই।”