উত্তর-পশ্চিম পাকিস্তানের ওয়াজিরিস্তানে তেহরিক-ই-তালিবানের জঙ্গিদের হামলায় মৃত্যু হল তিন পাকিস্তানি জওয়ানের। এদিকে ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছে আরও পাঁচ পাক জওয়ান। জানা গিয়েছে, জঙ্গি হামলাটি উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ শহরে হয়। উল্লেখ্য, তালিবান আফগানিস্তান দখল করার পর থেকেই পাকিস্তানে হামলার ধার বাড়িয়েছে টিটিপি। বিগত প্রায় ১৫ বছর ধরে এই জঙ্গি সংগঠন পাক সরকারের বিরুদ্ধে লড়াই করে চলেছে। এদিকে আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর সেদেশের খোস্ত প্রদেশ থেকে জঙ্গি এনে পাকিস্তানের বিরুদ্ধে ‘জিহাদ’ সংগঠিত করতে চাইছে টিটিপি।
এর আগে মনে করা হয়েছিল যে তালিবান কাবুল দখল করলে টিটিপিকে শান্ত থাকতে বলবে। তবে তালিবানের তরফে টিটিপির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে টিটিপির তিন থেকে পাঁচ হাজার জঙ্গি আফগানিস্তানে আছে। এদের অনেকেরই পরিবার ফের পাকিস্তানে এসে বসাবস শুরু করতে চায়। এই আবহে পাক সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিল টিটিপি। তবে গতমাসে পাকিস্তানে গৃহমন্ত্রী শেখ রশিদ জানান, টিটিপির সাথে সরকারের আলোচনা ভেস্তে গিয়েছে। এরপরই আফগান-পাক সীমান্তে টিটিপির হামলা বেড়েছে।
‘ভারতের নীতি জনগণের স্বার্থে’, ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান
এই আবহে কাবুলের তালিবানের সাথে ইসলামাবাদের সম্পর্কে চিড় দেখা দিয়েছে। এই প্রথমবার ইসলামাবাদ সরাসরি তালিবানের দিকে আঙুল তুলে অভিযোগ করেছে যে টিটিপিকে নিযন্ত্রণ করা তো দূর এই জঙ্গি গোষ্ঠী আফগান মাটি থেকে হামলা সংগঠিত করছে পাকিস্তানের উপর। গতবছর টিটিপির হামলায় ৩৮৮ জন মৃত এবং প্রায় ৬০০ জন জখম হন।