Home বঙ্গ কয়লা ও গরু পাচার কাণ্ডে সিবিআই এর নজরে তিন আইপিএস অফিসার

কয়লা ও গরু পাচার কাণ্ডে সিবিআই এর নজরে তিন আইপিএস অফিসার

by banganews

বঙ্গ নিউস, ৫ জানুয়ারি, ২০২১ঃ কয়লা ও গরু পাচার কাণ্ডের তদন্তে এবার রাজ্যের তিন প্রাক্তন আইপিএস সহ তিন জন পুলিশ ইন্সপেক্টরকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গরুপাচার কাণ্ডে সিবিআই-এর নজরে প্রথম থেকেই দুই সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ ও মালদহ নজরে রয়েছে। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডের অন্যতম পাণ্ডা এনামুল হক সিবিআই হেফাজতে যার ডেরা মুর্শিদাবাদ। এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন।

আরও পড়ুন ঘরে ঘরে পৌঁছাতে হবে সরকারি সুবিধা, দলীয় কর্মীদের বার্তা অভিষেকের

ইতিমধ্যেই মুর্শিদাবাদ রেঞ্জের প্রাক্তন ডিআইজি কল্লোল গণাই, যিনি বর্তমানে আইবি’র আইজি, প্রাক্তন এএসপি অংশুমান সাহা এবং চন্দনগরের পুলিশ কমিশনার তথাগত বসুকে নোটিস পাঠিয়েছে সিবিআই। চলতি সপ্তাহের মধ্যেই তাঁদের দপ্তরে দেখা করতে বলেছে সিবিআই। এদিকে এই ঘটনায় সিবিআই-এর নজরে রয়েছে দুই ব্যবসায়ী বিনয় মিশ্র ও গণেশ বাগাড়িয়া। তাঁদের কাছে সমন পাঠানোর পরেও দুজনেই হাজিরা এড়িয়ে গিয়েছেন। এছাড়া রাজ্য পুলিশের আরও তিনজন পুলিশ ইন্সপেক্টরকে তলব করেছে সিবিআই।

You may also like

Leave a Reply!