Home কলকাতা তিনদিন বিপর্যয়? হেল্পলাইন নম্বর দিল সিইএসসি

তিনদিন বিপর্যয়? হেল্পলাইন নম্বর দিল সিইএসসি

by banganews

কলকাতা, ২০ সেপ্টেম্বর, ২০২০: আমফানের স্মৃতি এখনও টাটকা। এর মধ্যে আরও একটা বিপর্যয়ের সতর্কবার্তা জারি করল সিইএসসি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে আগামী তিন দিন দুর্যোগের আশঙ্কা। প্রাকৃতিক দুর্যোগ মানেই তার জের পড়বে বিদ্যুতে। ফলে আবহাওয়া দপ্তরের সঙ্গে সঙ্গে সিইএসসি-র আওতাভুক্ত এলাকাতেও জারি হল সতর্কতা। বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কার কথা আগাম জানিয়ে রাখল সিইএসসি।

আরও পড়ুন একাধিক রুটে ক্লোন স্পেশাল ট্রেন চালাবে রেল

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির জেরে কলকাতা-সহ সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটানা তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস করেছে আবহাওয়া দফতর। সেই কারণে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে গ্রাহকদের উদ্দেশে বার্তা দিয়েছে সিইএসসি।
এই তিন দিনে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে সহায়তা পেতে বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে সিইএসসি। বিদ্যুৎজনিত সমস্যার সমাধানে সংস্থার সাহায্য পেতে হলে ডায়াল করতে হবে হেল্পলাইন নম্বর ১৯১২-তে।

You may also like

Leave a Reply!