Home Onno Pujo 2020 এবার বন্ধ রইল অভিজিতের পুজো

এবার বন্ধ রইল অভিজিতের পুজো

by banganews

বঙ্গ নিউস, ১৭ অক্টোবর, ২০২০ঃ  অসুর যখন করোনা মহামারী, তার ছাপ তো মায়ের পুজোতেও পড়বে। পড়লও। এবছর বন্ধ থাকছে মুম্বইয়ের বিখ্যাত লোখান্ডওয়ালার দুর্গাপুজো। অভিজিতের পুজো হিসেবেই যে পুজো বিখ্যাত।
গায়ক অভিজিৎ ভট্টাচার্য নিজেই একটি ভিডিও প্রকাশ করেছেন। পুরনো দুর্গাপুজোর কোলাজের সঙ্গে একটি গান গেয়েছেন তিনি। সেখানে বলেছেন, মহামারীর কারণে এ বছর পুজো হল না। আসছে বছর জমিয়ে হবে।

আরও পড়ুন ছেলেকে নিয়ে এবার বেজায় বিপাকে মিঠুন চক্রবর্তী

লোখান্ডওয়ালার পুজো মুম্বইয়ের খুব বড় আকর্ষণ। বহু তারকার সমাগম হয় এই পুজোয়। নানা ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পেট পুরে ভোগ খাওয়া, সিঁদুরখেলা সহ চুটিয়ে আনন্দ। সেই পুজো বন্ধ মানে বাঙালি পল্লীর মনখারাপ তো বটেই। তবে স্বাস্থ্যগত কারণে এর বাইরে আর বিকল্প নেই বলে জানিয়েছেন অভিজিৎ। লোখান্ডওয়ালা এখন আগামী বছরের আশায়।

You may also like

Leave a Reply!