Home প্রযুক্তি এবার গোটা আইফোন অ্যাসেম্বল হচ্ছে ভারতে

এবার গোটা আইফোন অ্যাসেম্বল হচ্ছে ভারতে

by banganews

চিনে নয়, এবার পুরো আইফোন অ্যাসেম্বল হচ্ছে ভারতেই।
চেন্নাইয়ের কাছেই ফক্সকম প্ল্যান্টে এই কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকী, আইফোন বিক্রেতাদের দোকানেও ট্যাগ চলে এসেছে আই ফোন-১১ অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া।

আরও পড়ুন পাকিস্তানির আমন্ত্রণে বিদেশে বলিউড, তদন্তের দাবি

এতদিন অবধি আইফোনের সমস্ত মডেলই তৈরি হত বিদেশে। অ্যাসেম্বলও হত সেখানে। ভারতে কখনও এই কাজ হয়নি। তবে আইফোনের সবচেয়ে বড় বাজার ভারত।
আইফোন-১১-এর ক্ষেত্রেও ভারতেই প্রতিটি যন্ত্রাংশ জুড়ছে সংস্থা। তাহলে কি এবার আইফোনের দাম কমবে?
সংস্থার তরফে এ ব্যাপারে কিছু না বলা হলেও অনেকে বলছেন, অ্যাপেলের ক্ষেত্রে বাইরে থেকে আনানো হ্যান্ডসেটে আমদানি শুল্ক দিতে হয় ২২ শতাংশ। এবার সেই শুল্কমুক্ত হতে পারে দেশে অ্যাসেম্বল করা আইফোন। সেক্ষেত্রে অনেকটা টাকাই বাঁচবে এই নয়া আইফোন খদ্দেরদের।

আরও পড়ুন সুশান্ত রহস্য সমাধানে কঙ্গনাকে তলব

শুধু আইফোন ১১-ই নয়, ভারতে আরও দু’টি মডেলের আইফোন অ্যাসেম্বলিং হচ্ছে। ২০১৯ থেকেই আইফোন XR তৈরি হচ্ছে এই ‘ফক্সকন’ নামক সংস্থাতেই আর ওই বছর থেকেই আইফোন-৭ অ্যাসেম্বলড হচ্ছে বেঙ্গালুরুর হুইসট্রনে। নিশ্চিত ভাবে বলা না গেলেও বাণিজ্যমহলের অনুমান, শুধু ভারতের বাজারেই না, এখানে তৈরি এই হ্যান্ডসেটগুলি গোটা বিশ্বের বাজারেই রফতানি করা হবে।

You may also like

Leave a Reply!