Home প্রযুক্তি এবার দেশেই তৈরি হবে আইফোন

এবার দেশেই তৈরি হবে আইফোন

by banganews

বঙ্গ নিউস, ৯ ডিসেম্বর, ২০২০ঃ এ বার দেশেই তৈরি হবে আইফোন। অ্যাপল এসই মডেলের সংযুক্তিকরণ দ্বারা ভারতে ফোন তৈরি করা শুরু করে। তারপর সেই তালিকায় আসে আইফোন ১১। তামিলনাড়ুর হোসুরেতে একটি আইফোন তৈরির কারখানা করছে টাটা সন্স৷ ৭০০০-৮০০০ কোটি টাকা, ১০০ কোটি আমেরিকান ডলার বিদেশি বিনিয়োগ করতে চলেছে টাটা সন্স। এই পুরো অর্থই নতুন কারখানা তৈরির কাজে বিনিয়োগ করা হবে। দেশীয় এই কারখানায় তৈরি আইফোন যাতে আন্তর্জাতিক স্তরেও পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন বনগাঁ সভা থেকে নানা ইস্যুতে বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ইতিমধ্যে শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ ৫০০ একর জমি টাটা সন্সের কারখানার জন্য নির্ধারণ করেছেন। টাটা ইলেকট্রনিক্সের জন্য এই জমি দেওয়া হয়েছে। এই সংস্থা টাইটান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন লিমিটেডের প্রযুক্তিগত সাহায্যে নতুন কারখানা তৈরি করবে।

You may also like

Leave a Reply!