Home খেলা এবার ফিফা প্রেসিডেন্টের করোনা

এবার ফিফা প্রেসিডেন্টের করোনা

by banganews

ব্রাজিল, ২৮ অক্টোবর, ২০২০ঃ  ব্রাজিলের জাতীয় ফুটবল দলের প্রাক্তন নক্ষত্র রোনাল্দিনহো করোনা আক্রান্ত হয়েছেন সপ্তাহখানেকের বেশি নয়। বিশ্ব ফুটবলে এর মধ্যেই আরও এক করোনা আক্রান্তের সংবাদ। এবার করোনার কোপে ফিফার প্রেসিডেন্ট স্বয়ং।
জিয়ান্নি ইনফান্তিনোর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সারা ফুটবল বিশ্বে আলোড়ন পড়ে গেছে। তবে ফিফা প্রেসিডেন্টের করোনার উপসর্গ খুবই সামান্য। তাই তাঁকে নার্সিংহোমে দিতে হয়নি। তিনি বাড়িতেই আছেন, হোম আইসোলেশনে।

আরও পড়ুন গ্রেপ্তারি এড়াতে আদালতে সুশান্তের দুই দিদি

আপাতত দশদিন তাঁকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তারপর তাঁর স্বাস্থ্য বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৬ অক্টোবর একটি মিটিংয়ে দেখা গিয়েছিল ফিফা প্রেসিডেন্টকে। সেখানে তাঁর সংস্রবে যাঁরা এসেছিলেন, তাঁদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো।

You may also like

Leave a Reply!