TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার চীন ছেড়ে ভারতে ডিসপ্লে কারখানা বানাবে স্যামসাং

বঙ্গ নিউস, ১৩ ডিসেম্বর, ২০২০ঃ চীন থেকে ডিসপ্লের কারখানা সরাচ্ছে স্যামসাং। সাউথ কোরিয়ান স্মার্টফোন মেকার স্যামসাং তাদের নতুন ডিসপ্লে কারখানার জন্য বেছে নিয়েছে ভারতবর্ষকে। উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে স্যামসাংয়ের নতুন ডিসপ্লে কারখানা। 48.25 বিলিয়ান খরচা করে স্যামসাং এর ডিসপ্লে ফ্যাক্টরি তৈরি হবে উত্তরপ্রদেশে৷ এর জন্য সরকার স্যামসাংকে মোটা টাকার ইন্সেন্টিভ দেবে। এই মুহূর্তে ভারতবর্ষ দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের মার্কেট। বিগত বছরে ভারতে চিনা স্মার্টফোনের রমরমা ছিল৷ কিন্তু গালওয়ান উপত্যকায় সীমান্ত উত্তেজনার জেরে ভারতে চীনা পণ্য বয়কটের ডাক ওঠে৷

আরও পড়ুন স্মার্টফোনের দাম আরো কমাতে রিয়েলমির সঙ্গে কাজ করছে Jio

স্যামসাং একাধিক রেঞ্জের ফোন অফার করে থাকে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর মানুষের চাহিদা পূরণের কথা মাথায় রেখে৷ Samsung, Apple, Foxconn, Wistron সহ মোট ১৬টি কোম্পানিকে প্রায় ৬ বিলিয়ন অনুদান দেওয়া হবে। ভারতে কারখানা তৈরির জন্য প্রায় 7 বিলিয়ন আর্থিক সুবিধা দেওয়া হবে Samsungকে৷ এই নতুন কারখানা একবার তৈরি হলে কমপক্ষে 510 জন চাকরি পাবেন। কারখানার জন্য জমি স্থানান্তরকরণে প্রদেয় ট্যাক্স থেকেও ছাড় দেওয়া হবে samsung কে৷