Home বিনোদন এবার বলিউডে আমির পুত্র জুনেইদ

এবার বলিউডে আমির পুত্র জুনেইদ

by banganews

বঙ্গ নিউস, ১৫ ডিসেম্বর, ২০২০ঃ বলিউডে পা রাখতে চলেছে মিস্টার পারফেকশনিস্টের ছেলে জুনেইদ খান । যশরাজ ফিল্মস-এর হাত ধরেই বড় পর্দায় আসছেন আমির খানের ছেলে৷ ১৯৮৬ সালে আমির খান ও রিনা দত্ত বিয়ে করেন। তাঁদের দুই ছেলে-মেয়ে জুনেইদ ও ইরা। সোশ্যাল মিডিয়ায় ইরা স্পষ্ট করে দিয়েছেন, তিনি ক্যামেরার পিছনেই কাজ করতে চান। কিন্তু গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে বাবার পথেই হাঁটতে চলেছে ছেলে।

আরও পড়ুন মোবাইল উৎপাদনে চিনকে ছাপিয়ে যেতে চায় ভারত

সূত্রের খবর, YRF-এর ৫০ তম বার্ষিকীতে মুক্তি পেতে চলেছে ‘মহারাজা'(Maharaja)। যাতে ডেবিউ করতে চলেছেন জুনেইদ। তাঁর বিপরীতে Bunty Aur Babli 2-র অভিনেত্রী সর্বতী ওয়াঘ। ছবিটির পরিচালক হিচকি খ্যাত সিদ্ধার্থ পি মালহোত্রা। এই ছবিতে জুনেইদ একজন সমাজকর্মী ও সাংবাদিক । সূত্রের খবর, মালদ্বীপে ছবিটির শুটিংয়ের জন্য সেট তৈরির কাজ করছে। আশা করা যাচ্ছে, আগামী বছর ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হবে।

You may also like

Leave a Reply!