Home আবহাওয়া আগামীকাল সূর্যাস্তের পর খালি চোখে দেখা যাবে এই বিরল দৃশ্য

আগামীকাল সূর্যাস্তের পর খালি চোখে দেখা যাবে এই বিরল দৃশ্য

by banganews

৩৯৭ বছর পর ঘটছে এমন ঘটনা৷ শেষবার হয়েছিল যখন, তখন সপ্তদশ শতাব্দী, বিজ্ঞানী গ্যালিলিও বেঁচে ছিলেন। 21 ডিসেম্বর সৌরমণ্ডলের দুই গ্রহ বৃহস্পতি এবং শনি পরস্পরের খুব কাছে চলে আসবে। খালি চোখে দেখা যাবে এক অদ্ভুত দৃশ্য। নাসা জানিয়েছে, বৃহস্পতি আর শনি প্রতি ২০ বছর অন্তর কাছাকাছি আসে । কিন্তু এর আগে এত কাছ দিয়ে যায়নি৷

হোয়াটসঅ্যাপ আনছে দুটি নতুন ফিচার

মাত্র 0.1 ডিগ্রি দূরত্ব থাকবে দুই গ্রহের । আবহাওয়া ভালো থাকলে সূর্যাস্তের পর বিরল দৃশ্য দেখবে পৃথিবীবাসী। মানুষ জীবদ্দশায় একবারই মাত্র এমন ঘটনা দেখার সুযোগ পান। 1623 এর জুলাই মাসে শনি এবং বৃহস্পতি এত কাছাকাছি চলে এসেছিল। কিন্তু সেবার তাদের খালি চোখে দেখা যায় নি৷

You may also like

Leave a Reply!