Home বিনোদন তৃতীয় নয়, চতুর্থ স্তরে সঞ্জয়ের ক্যান্সার

তৃতীয় নয়, চতুর্থ স্তরে সঞ্জয়ের ক্যান্সার

by banganews

মুম্বই, ১৩ অগাস্ট, ২০২০: সমস্যা যতটা গুরুতর মনে করা হয়েছিল, বাস্তবে দেখা গেল, গুরুত্ব তার আরও বেশি। হাসপাতাল সূত্রে খবর, তৃতীয় নয়, চতুর্থ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত।
অক্সিজেন স্যাচুরেশন লেভেল ক্রমশ কমে যাওয়ায় গত শনিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন অভিনেতা।

আরও পড়ুন বিষাদমাখা শহরের দুর্গাপ্রতিমার বিদেশযাত্রা শুরু ত্রিনিদাদ দিয়ে

চিকিৎসকরা প্রথমে করোনা পরীক্ষা করেন। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলেও অক্সিজেন লেভেলে কোনও তফাৎ হয়নি। সেই দেখেই তাঁর ক্যান্সার পরীক্ষা করানো হলে সঞ্জয় দত্তের শরীরে বাসা বাঁধা মারণ রোগের কথা জানা যায়।
প্রথমে চিকিৎসকরা বলেন, সঞ্জয়ের ক্যান্সার তৃতীয় স্তরে। কিন্তু তারপর জানা যায়, তাঁর এই মারণরোগ রয়েছে শেষ স্তরে।
স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, ফুসফুসের এই চতুর্থ স্তরের ক্যান্সারে বাঁচতে পারেন মাত্র দশ শতাংশ মানুষ। সঞ্জয়ের নাম সেই দশ শতাংশে যেন থাকে, সেটাই এখন তাঁর অনুরাগীদের কামনা।

You may also like

1 comment

Leave a Reply!