Home কলকাতা চিপস কারখানায় আগুন : জাতীয় সড়কে দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা

চিপস কারখানায় আগুন : জাতীয় সড়কে দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা

by banganews

বুধবার দুপুর পৌনে একটা নাগাদ সাঁকরাইলে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে চিপস কারখানায় কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়  দমকলে।

আগুন নিয়ন্ত্রণে দমকলের ৫টি ইঞ্জিন কাজ করছিল।  কিন্তু, তাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ আরও ২টি ইঞ্জিন  ঘটনাস্থলে উপস্থিত হয়েছে৷ মোট ৭ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আছে৷

তবে কী থেকে আগুন লাগল তা জানা যায়নি৷
দমকল সূত্রে খবর,  কারখানায় শ্রমিকেরা কাজ করছিলেন সেই সময় আগুন লাগে৷  তবে সকলকেই কারখানা থেকে বের করে আনা সম্ভব হয়েছে।

আরো পড়ুন 

ই-স্কুটার থেকে ছড়িয়ে পড়ল আগুন

এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ওই চিপস কারখানায় প্লাস্টিক বা অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  মনে করা হচ্ছে,  হাওয়ার দাপটে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে।

যেহেতু, জাতীয় সড়কের ধারেই এই কারখানা, তাই  যানবাহনের গতিও শ্লথ করা হয়েছে।  কালো ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা। যদিও, এখনও আগুন নিয়ন্ত্রিত নয়।

You may also like

Leave a Reply!